ক্ষতির ধরণ
# পূর্ণবয়স্ক পোকা
চারা গাছের পাতায় ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে
ফেলে।
# এ পোকা ফুল ও
কচি ফলেও আক্রমণ করে।
এর প্রতিকার হল
১. চারা আক্রান্ত
হলে হাত দিয়ে পূর্ণবয়স্ক পোকা ধরে মেরে ফেলা
২. ক্ষেত সব সময়
পরিষ্কার রাখা।
৩.কেরোসিন মিশ্রিত
ছাই গাছে ছিটানো;
৪. ক্ষেতের আশপাশের
বিকল্প পোষক নষ্ট করা;
৫. নিয়মিত ক্ষেত
পরিদর্শন করা
৬. চারা বের হওয়ার
পর থেকে ২০-২৫ দিন পর্যন্ত মশারির জাল দিয়ে চারাগুলো ঢেকে রাখলে এ পোকার আক্রমণ থেকে
গাছ বেঁচে যায়;
৭. এক কেজি মেহগনি
বীজ কুচি করে কেটে ৫ লিটার পানিতে ৪-৫ দিন ভিজিয়ে রাখতে হবে। এরপর ছেঁকে ২০ গ্রাম সাবান
গুঁড়া এবং ৫ গ্রাম সোহাগা মিশিয়ে ২০ মিনিটে ফুটিয়ে ঠাণ্ডা হলে ৫ গুণ পানি স্প্রে করুন;
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ
(এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না
২. আক্রান্ত গাছ
থেকে বীজ সংগ্রহ করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. আগাম বীজ বপন
করা
২. সুষম সার ব্যবহার
করা
৩. প্রতিরোধী জাত
চাষ করা
৪. বিকল্প পোষক
যেমন: আগাছা পরিস্কার রাখা