লক্ষণ : এ পোকার মথ গাছের গোড়ায় ডিম পারে। ডিম থেকে কীড়া বের হয়ে গাছের গোড়ায় ছিদ্র করে ভিতরে ঢুকে খেতে খেতে বড় হতে থাকে এবং এক পর্যায়ে গাছ মারা যায়।

 

প্রতিকার :

১. আক্রান্ত গাছের দৈর্ঘ্য বরাবর ধারালো চাকু দিয়ে চিড়ে তা আবার বন্ধ করে দিলে কীড়া মারা যায় এবং গাছটি আবার বেড়ে ওঠে ।

২. নিয়মিত ক্ষেত পরিদর্শন করা ও পোকার মথ দেখলে তা মেরে ফেলা।

৩. সর্বশেষ ব্যবস্থা হিসাবে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা। যেমন: কার্বারিল গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করা।