লক্ষণ

ছোট ও কালচে রং এর পোকাগুলি পাতা খেয়ে ব্যাপক ক্ষতি ।

 

প্রতিকার

প্রথম অবস্থায় লেদা পোকাগুলো পাতাসহ তুলে নষ্ট করা ।

 • প্রতি লিটার পানিতে ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক মর্টার ৪৮ইসি বা ডারসবান ২০ ইসি  ২ মি.লি./লি. অথবা সাইপারমেথ্রিন + ক্লোরপাইরিফস গ্রুপের ক্লোরপাইরিফস এসিমিক্স ৫৫ ইসি বা ডুয়েল ৫৫ ইসি  ১ মি.লি./লি. পানির সাথে মিশিয়ে  ১০ দিন পর পর ২ বার স্প্রে করা । কচুর পাতা অত্যন্ত পিচ্ছিল, এজন্য স্প্রে করার সময় পানিতে বালাই নাশকের সাথে ২-৩ গ্রাম গুড়া সাবান মিশিয়ে দিতে হবে।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আক্রান্ত ক্ষেত থেকে চারা বা কন্দ পরের বার রোপনের জন্য ব্যবহার করবেন না ।

২. একই ক্ষেতে বার বার কচু চাষ করবেন না ।

 

পরবর্তীতে যা যা করবেন

১. পরিচ্ছন্ন চাষাবাদ নিশ্চিত করুন ।