এ রোগ হলে পাতায় বাদামী দাগ দেখা যায়, ক্রমেই দাগের সংখ্যা বাড়ে এবং পাতার কিনারা পুড়ে যাওয়ার মত হয়।

 

এর প্রতিকার হল:

১. আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করা ।

২. ম্যানকোজেব বা কর্বেন্ডাজিম ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা। কচুর পাতা অত্যন্ত পিচ্ছিল, এজন্য স্প্রে করার সময় পানিতে ছত্রাক নাশকের সাথে ২-৩ গ্রাম গুড়া সাবান মিশিয়ে দিতে হবে।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আক্রান্ত ক্ষেত থেকে চারা বা কন্দ পরের বার রোপনের জন্য ব্যবহার করবেন না ।

২. এক ক্ষেতে বার বার মুখীকচুর চাষ করবেন না ।

 

পরবর্তীতে যা যা করবেন

১. পরিচ্ছন্ন চাষাবাদ নিশ্চিত করুন ।