ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। কান্ডে ও ফলে সাদা তুলার মত বস্তু দেখা যায় ।

 

এর প্রতিকার হল :

 

১. আক্রান্ত ফল,পাতা ও ডগা অপসারণ করা।

২. বীজ লাগানোর আগে গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরী করা ।

৩. প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট ২৫০ ইসি ০.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ৩ বার শেষ বিকেলে স্প্রে করা।