ক্ষতির লক্ষণ:

গাঢ় সবুজ রং এর পাতা মধ্যে হালকা হালকা ফ্যাকাশে বা হলুদে রং এর বৈশিষ্ট্যপূর্ণ ছোট ছোট টানা টানা দাগই এ রোগের প্রধান লক্ষণ । তবে ইহা পাতা লম্বলম্বি দিকে সমস্ত পাতা জুড়ে সমভাবে বিস্তৃত থাকে । পুরানো পাতার চেয়ে কচি পাতায় এ রোগের লক্ষণ অধিক পরিস্কার বোঝা যায় এবং কান্ডের উপরিভাগে ছোট ছোট চিঁর ধরে ।

 

প্রতিকার :

১. জমি আগাছামুক্ত রাখতে হবে ।

২. জমিতে সুষম সার ব্যবহার করতে হবে ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. রোগাক্রান্ত জমিতে মুড়ি ইক্ষুর চাষ বন্ধ করতে হবে

পরবর্তীতে যা যা করবেন

১. রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে

২. রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে ।