লক্ষণ

আক্রান্ত গাছের পাতার নিচের দিকে শক্ত সাদা পাউডারের মত লেগে থাকে । রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও বীজের মাধ্যমে বিস্তার লাভ করে ।

 

প্রতিকার

১. প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন: চ্যাম্পিয়ন বা উইন বা জিবাল মিশিয়ে স্প্রে করা ।

২.বীজতলায় হেঃ প্রতি ২.০ টন ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করা ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই শাক খাবেন না বা বিক্রি করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম বীজ বপন করা

২. সুষম সার ব্যবহার করা - বিশেষ করে ইউরিয়া বেশি ব্যবহার করা