এরা ডিগ পাতার মোড়ানে অংশে খেকে কচি পাতা খায়। এর আক্রমন বেশি হলে পাতায় ছোট ছোট এবরো থেবরো গোল গোল দাগ দেখা যায় ।

এর প্রতিকার

 ১. ক্ষেত থেকে আগাছা ও ঝোপ ঝাড় অপসারণ করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. একই জমিতে বার বার আখ চাষ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. আধুনিক ও বালাই সহনশীল জাত চাষ করুন

২. আখ কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলুন ।