লক্ষণ:

এ পোকা ধানের শীষ কেটে ক্ষতি সাধন করে।

 

ব্যবস্থাপনা:

* সম্ভব হলে আক্রান্ত ক্ষেত সেচ দিন

* সম্ভব হলে আধা পাকা ধান বাঁশ দিয়ে হেলিয়ে দিন

* ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলুন

* প্রতি বর্গমিটার স্থানে যদি গড়ে ১টি কীড়ার উপস্থিতি পাওয়া যায় তাহলে কার্বারিল গ্রুপের কীটনাশক যেমন: ভিটাব্রিল ২৭ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে ৫ মিশিয়ে শতক জমির জন্য এই হারে প্রয়োগ করতে হবে ।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. ৮০% ধান পাকার পর আর জমিতে ফেলে রাখবেন না


পরবর্তীতে যা যা করবেন

১. ফসল কাটার পর আক্রান্ত জমি ও তার আসে-পাশের জমির নাড়া পুড়িয়ে দিন।

২.পাখির বসার জন্য ডালপালা পুঁতে দিয়ে ও এদের সংখ্যা কমানো ।