এটি মূলত ফলের একটি সংগ্রোহত্তোর রোগ। এ রোগ হলে ফলের নিচের দিকের অংশে প্রথমে পচন ধরে এবং দ্রুত ফল পচে যায় । পচা অংশে তুলার মত জীবানুর অংশ দেখা যায়।

প্রতিকার:

১. আক্রান্ত ফল ভাল ফল থেকে আলাদা করে ফেলা

২. শুষ্ক স্থানে ফল সংরক্ষণ করা

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আদ্র স্থানে ফল সংরক্ষণ করবেন না

পরবর্তীতে যা যা করবেন

১. প্রথম বার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিন

২. ফল গাছে সুষম সার ব্যবহার করা