সাদা সাদা অসংখ্য পোকা একসাথে থাকে কখনও কখনও বিচ্ছিন্ন ভাবেও থাকে।গাছে নাড়া দিলে মাছি উড়ে যেতে দেখা যায়।এরা রস চুষে খায় এবং গাছের বৃদ্ধি ব্যহত হয় ।
এর প্রতিকার হল:
১. প্রাথমিক অবস্থায় পোকাসহ আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করা ।
২. ইমিডাক্লোরপ্রিড গ্রুপের কীটনাশক যেমন : ইমিটাফ ২০ এস এল বা টিডো ২২০ এস ০.৫ মি.লি. / লি. হারে পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশকপাইরাজিন ৭০ ডব্লিউজি ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)
পরবর্তীতে যা যা করবেন না
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
পরবর্তীতে যা যা করবেন
১.ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতি ঘন ডাল পালা ছাটাই করে পরিষ্কার করে দিন।
২. পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।