লক্ষণ :

এ রোগের আক্রমণে কচি পাতা প্রথমে বিবর্ণ হয়ে যায় পরে বাদামী রং ধারণ করে। এবাবে এককের পর এক ভিতর থেকে বাইরের দিকে পুরাতন পাতা আক্রান্ত হতে থাকে, কেন্দ্রস্থলের পাতাগুলোর বোটা আলগা হয়ে ঝুলে পড়ে এবং মাঝ খানটা পাতাশুন্য হয়ে পড়ে ।

 

প্রতিকার :

# গাছ পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

# আক্রান্ত নারিকেল গাছ সংগ্রহ করে মাটিতে পুতে বা পুড়িয়ে ফেলা।

# আক্রান্ত গাছে প্রতি লিটার পানিতে ৪ গ্রাম সিকিউর বা কুপ্রাভিট বা ২.৫ গ্রাম ডাইথেন এম ৪৫ বা বর্দোমিকচার (১%) মিশিয়ে কুঁড়ির গোড়ায় স্প্রে করা।