এ রোগ দেখা দিলে কান্ডে পানি ভেজা কালো দাগ দেখা যায় ।

এর প্রতিকার হল:

১. পানি নিস্কাশনের ভাল ব্যবস্থা করা

২. কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাক নাশক যেমন- কুপ্রাভিট ৭ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না:

১. একই জমিতে বার বার তিল চাষ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন:

১. রোগসহনশীল চাতের চাষ করুন

২. মিশ্র ফসল চাষ করুন


লক্ষণ

পোকার কীড়া ফল ছিদ্র করে বীজ খেয়ে ফেলে ।

 

প্রতিকার

১. পোকার ডিম ও কীড়া সংগ্রহ করে মেরে ফেলা ।

২. মিশ্র ফসল হিসাবে ধনে পাতা বা তিষির চাষ করা ।

৩. রিকর্ড বা ডেসিস ১০মিলি ১০লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ১-২ বার স্প্রে করা ।

 

পরবর্তীতে যা যা করবেন না

১. বিলম্বে কালিজিরা বপন করবেন না

পরবর্তীতে যা যা করবেন

১.সঠিক দরত্বে বপন করুন

২. উন্নত জাতের চাষ করুন ।