কাউনের বাদামী দাগ রোগ

লক্ষণ:

পাতায় শিরার সমান্তরালে ছোট ছোট সরু ও লম্বালম্বি চিকন বাদামী দাগ পড়ে । একাধিক দাগ একত্রে মিশে অপেক্ষাকৃত বড় ও চওড়া দাগের সৃষ্টি হতে পারে । আক্রমণ প্রবল হলে দাগগুলো মোটা হালকা বাদামী রঙের হয় ।

 

ব্যবস্থাপনা:

১. ২. প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট বা একানাজল ১ মিলি / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

 

কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ (এফবিসিসি)

পরবর্তীতে যা যা করবেন না

১. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না

 

পরবর্তীতে যা যা করবেন

১. পরিস্কার পরিচ্ছন্ন চাষ নিশ্চিত করা।

২. সুষম পরিমানে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার ব্যবহার করা।